রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা
১২-দলীয় জোট

দুর্নীতি প্রশ্রয়দাতাদের বিচার করতে হবে

নিজস্ব প্রতিবেদক

১২-দলীয় জোটপ্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশপ্রধান বেনজীরের অন্যায়-দুর্নীতির ঘটনা সবাই জানেন। শুধু তাদের বিচার করলে হবে না। তাদের যারা আশ্রয়-প্রশ্রয় দেন তাদেরও বিচার করতে হবে।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সীমাহীন লুটতরাজ, দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি ও আর্থিক অনিয়মের প্রতিবাদ’ শীর্ষক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সৈয়দ এহসানুল হুদা, গোলাম মহিউদ্দিন ইকরাম, নবাব আব্বাস আলী খান প্রমুখ। মোস্তফা জামাল হায়দার আরও বলেন, দুর্নীতির আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিচার করতে সবাইকে রাজপথে নামতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো সম্ভব। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আওয়ামী লীগ সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করছি।

সর্বশেষ খবর