সোমবার, ২৭ মে, ২০২৪ ০০:০০ টা

শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব শুরু

ব্যাকরণগত সুরের সঙ্গে ছন্দময় নাচের মুগ্ধতা মায়াজাল ছড়িয়ে দেয় মেঘলা দিনের সন্ধ্যায়। শাস্ত্রীয় সংগীতের সঙ্গে ধ্রুপদি নাচের মোহনীয়তায় ধ্যানমগ্ন হয়ে পড়েন শিল্পের অনুরাগীরা। পরিবেশনার পরতে পরতে শুদ্ধতার মিশ্রণ অনন্য করে তোলে শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের আসর। পিনপতন নীরবতায়  ভালো লাগার পরিবেশ সৃষ্টি হয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। গতকাল এমন দৃশ্যকল্পই ছিল শিল্পকলা একাডেমি আয়োজিত চার দিনের শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবের উদ্বোধনী দিনে। এটি ছিল নিয়মিত উৎসবের ১৬তম আসর। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ এবং শুভেচ্ছা বক্তব্য দেন সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক আফতাব উদ্দিন হাবলু। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বালন করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সমবেত নৃত্য ‘নৃত্যাঞ্জলি’ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা, মণিপুরি নৃত্য পরিবেশন করে বাংলাদেশ মণিপুরি নটপালা সংগঠক। আসরে দলীয় সংগীত পরিবেশন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। একক সংগীত পরিবেশন করেন অসিত দে, অনিল কুমার সাহা, রেজওয়াদুল হক, ড. প্রদীপ নন্দী, সুপ্রিয়া ও কানিজ আহম্মেদী সিম্পি। সবশেষে সমবেতভাবে ভরতনাট্যম পরিবেশন করে সৃষ্টি কালচারাল সেন্টার। বুধবার ২৯ মে একই মিলনায়তনে শেষ হবে চার দিনের এ শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব।

সর্বশেষ খবর