সোমবার, ২৭ মে, ২০২৪ ০০:০০ টা

টানা দরপতনে সূচক তিন বছরে সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনে বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। টানা ১০ কার্যদিবস পতনের মধ্যে থাকল শেয়ারবাজার। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক বিগত তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে। ডিএসইতে লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে চলে এসেছে। অর্থাৎ সাড়ে চার মাসের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হলো। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম কমেছে ৩২২ প্রতিষ্ঠানের। বিপরীতে দাম বেড়েছে মাত্র ৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এ ছাড়া  ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬১ পয়েন্ট কমে ৫ হাজার ২৫০ পয়েন্টে  নেমে গেছে। এর মাধ্যমে ২০২১ সালের ১৩ এপ্রিলের পর সূচকটি সর্বনিম্ন অবস্থানে নেমে গেল। ২০২১ সালের ১৩ এপ্রিল ডিএসইর প্রধান সূচক ছিল ৫ হাজার ২৫৪ পয়েন্ট। এরপর সূচক আর এত নিচে নামেনি। সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে  লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে  লেনদেন হয়েছে ৩২২ কোটি ৭৫ লাখ টাকা। আগের কার্যদিবসে বৃহস্পতিবার লেনদেন হয় ৫০৮ কোটি টাকা। সে হিসাবে ১৮৫ কোটি ২৫ লাখ টাকা  লেনদেন কমেছে। লেনদেন শুধু আগের দিনের তুলনায় কমেনি, চলতি বছরের ৩ জানুয়ারির পর হয়েছে সর্বনিম্ন লেনদেন।

 টাকার পরিমাণে সব থেকে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির ২০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোবাকোর শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ২২ লাখ টাকার। ১২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৭০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১০ প্রতিষ্ঠানের মধ্যে ২৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৫টির এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে।  লেনদেন হয়েছে ৮ কোটি ৩০ লাখ টাকা। আগের দিন  লেনদেন হয় ৬৯ কোটি ১ লাখ টাকা।

সর্বশেষ খবর