সোমবার, ২৭ মে, ২০২৪ ০০:০০ টা

পিটিয়ে হত্যা যুবককে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলায় আহাদ আহমেদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল ভোরে উপজেলার নোয়াখলা ইউনিয়নের পশ্চিম নোয়াখলা গ্রামের আকবর পাটোয়ারির বাড়িতে এ ঘটনা ঘটে। আহাদ নোয়াখলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম নোয়াখলা গ্রামের আকবর পাটোয়ারি বাড়ির বাবর হোসেনের ছেলে। 

নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মো. মানিক বলেন, আহাদ আগে থেকেই মাদকাসক্ত ও বেপরোয়া ছিল। গতকাল ভোরে সে মেম্বারের ঘরের দরজায় টোকা দেয়। এরপর মেম্বার ফারুক দরজা খুলতেই তাকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে এলাকাবাসী আহাদের বাড়িতে গেলে সেখানে সে ছালেহ আহমদ নামে আরও এক ব্যক্তিকে জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন আহাদের বাড়িতে তাকে ধরে বেধড়ক পিটুনি দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত মেম্বারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ফারুক মেম্বারের ঘরে গিয়ে আহাদ নামে এক ছেলে তাকে কুপিয়ে আহত করে। পরে এলাকার লোকজন একত্রিত হয়ে অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে মারধর করে। ওসি বলেন, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর