মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ০০:০০ টা

নির্বাচন স্থগিত ১৯ উপজেলায়

নিজস্ব প্রতিবেদক

উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোট গ্রহণ কাল। ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতির কারণে ১৯ উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে কাল বুধবার ৯০ উপজেলায় ভোট গ্রহণ হবে। সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নানা অভিযোগে পাঁচ ওসিকে প্রত্যাহার ও একজন এমপিকে শোকজ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গম এলাকায় ভোট গ্রহণের লক্ষ্যে কেন্দ্রগুলোয় আজ ব্যালট পেপার পাঠানো হবে। আর বাকি কেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন কাল সকালে। সংশ্লিষ্ট নির্বাচনি (উপজেলায়) এলাকায় ভোটের দিন সাধারণ ছুটি রয়েছে।

গতকাল মধ্যরাতে নির্বাচনি প্রচার শেষ হয়েছে। ভোট নিয়ে প্রার্থী ও ভোটারদের উৎসবের পাশাপাশি উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। টানটান উত্তেজনা বিরাজ করছে নির্বাচনি এলাকায়। গতকাল মধ্যরাত থেকে পরবর্তী ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

১৯ উপজেলা নির্বাচন স্থগিত : ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ায় দুর্গত এলাকা বিবেচনায় দেশের ১৯ উপজেলা পরিষদের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম গতকাল এ তথ্য জানিয়ে সাংবাদিকদের বলেন, এর মধ্যে ১৮টি উপকূলীয় উপজেলা এবং একটি পার্বত্য উপজেলা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে কোথাও পানি ঢুকেছে, কোথাও বিদ্যুৎ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তাই নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯টি বাদ দিয়ে ভোট হবে ৯০ উপজেলায়। স্থগিত উপজেলাগুলো হলো- শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকী, মঠবাড়িয়া, তজুমদ্দিন, লালমোহন, রাজাপুর, কাঁঠালিয়া, বামনা, পাথরঘাটা এবং বাঘাইছড়ি। ইসি সচিব বলেন, মাঠপর্যায় থেকে জেলা প্রশাসকদের পাঠানো তথ্যের ভিত্তিতে ভোট স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের আগে আরও কোনো উপজেলার তথ্য এলে সেগুলোও বন্ধ করা হতে পারে। দেশের ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলায় চার ধাপে ভোট হচ্ছে এবার। প্রথম ধাপের ১৩৯ উপজেলায় ভোট হয়েছে গত ৮ মে। এসব উপজেলায় গড়ে প্রায় ৩৬ শতাংশ ভোট পড়ে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন নির্বাচিত হন। দ্বিতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতা পার হন ২২ জন। ২১ মে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোট পড়ে ৩৮ শতাংশ। কাল ২৯ মে তৃতীয় এবং ৫ জুন চতুর্থ ধাপের ভোট রয়েছে।

পাঁচ ওসিকে প্রত্যাহারের নির্দেশ : সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার এ-সংক্রান্ত চিঠি পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠিয়েছে ইসি সচিবালয়। এই পাঁচটি থানা হলো কুমিল্লা জেলার দেবীদ্বার, চাঁদপুরের ফরিদগঞ্জ, চট্টগ্রামের চন্দনাইশ ও আনোয়ারা এবং পটুয়াখালীর দুমকি।

ইসি সূত্র জানায়, চিঠিতে বলা হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দেবীদ্বার, ফরিদগঞ্জ, চন্দনাইশ ও আনোয়ারা থানার ওসিদের সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শককে (তদন্ত) ৩১ মে পর্যন্ত দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। এ ছাড়া দুমকি থানার ওসিকে ওই উপজেলা পরিষদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শককে (তদন্ত) দায়িত্ব দেওয়ার জন্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নির্বাচন কমিশনকে তা জানাতে বলা হয়েছে।

সর্বশেষ খবর