মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ০০:০০ টা

ছিনতাইয়ে পুলিশসহ তিনজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

মাদক মামলায় ফাঁসানোর ভয়ভীতি দেখিয়ে টাকা ও মোবাইল ছিনতাই করার দায়ে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে সাড়ে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন শাহজাহানপুর থানার তৎকালীন এএসআই মো. মনিরুল ইসলাম (৩৩), কনস্টেবল এস এম জুলফিকার আলী (৫০) ও সাংবাদিক পরিচয় দিয়ে ছিনতাইয়ে অংশ নেওয়া মো. নুর উদ্দিন আহম্মেদ ওরফে সুমন (৪২)। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য আসামি মো. নিরব হাসানকে (২৬) খালাস দেওয়া হয়েছে। গতকাল এ রায় দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ৪ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও চার মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। এদিন রায় ঘোষণার আগে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলাসূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ জুলাই রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর মালিবাগ মোড় এলাকায় উবারচালক খন্দকার নুরুজ্জামানের (৫৪) গাড়ি থামিয়ে এএসআই মনিরুল ও কনস্টেবল জুলফিকার তল্লাশি করার নামে তার গাড়িতে ইয়াবা ট্যাবলেট ঢুকিয়ে তাকে আটক করেন। পরে যাবজ্জীবন সাজা হবে এমন ভয় দেখিয়ে তার কাছ থেকে ২০ হাজার ৯০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এ সময় তাদের সহায়তা করেন সাংবাদিক পরিচয় দেওয়া সুমন ও নিরব হাসান।

সর্বশেষ খবর