বুধবার, ২৯ মে, ২০২৪ ০০:০০ টা

শেষ হলো নিউইয়র্ক বইমেলা

সাহিত্য পুরস্কার পেলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

শেষ হলো নিউইয়র্ক বইমেলা

শেষ হলো আন্তর্জাতিক নিউইয়র্ক বইমেলা। এ বছর ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাঁর জন্ম ১৯৩৫ সালে, বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। থাকেন কলকাতা নগরীতে। নিউইয়র্কে চার দিনের আন্তর্জাতিক বাংলা বইমেলার তৃতীয় দিন হোস্ট কমিটির পক্ষে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করেন সোমবার মেলা আয়োজক গোলাম ফারুক ভূঁইয়া। তাঁর পাশে ছিলেন বইমেলার আয়োজক ‘মুক্তধারা ফাউন্ডেশন’র চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকজয়ী লেখক ড. নুরুন্নবী। স্বাস্থ্যগত সমস্যায় শীর্ষেন্দু মেলায় আসতে পারেননি, তবে ভিডিও-বার্তায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। অনুষ্ঠানে মেলায় অংশ নেওয়া স্টলগুলোর মধ্যে ‘চিত্তরঞ্জন সাহা শ্রেষ্ঠ প্রকাশনা পুরস্কার’ গ্রহণ করেন ‘সময় প্রকাশ’র ফরিদ আহমেদ। ২০১৬ সালে শুরু হয় এ সাহিত্য পুরস্কার। তখন নাম ছিল ‘মুক্তধারা-চ্যানেল আই সাহিত্য পুরস্কার’। ২০১৮ সালে নাম পরিবর্তন করে হয়েছে ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’। এ পর্যন্ত এ পুরস্কার পেয়েছেন কবি নির্মলেন্দু গুণ (২০১৬), লেখক শামসুজ্জামান খান (২০১৭), অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ (২০১৮), লেখক দিলারা হাশেম (২০১৯), ওপন্যাসিক সেলিনা হোসেন (২০২০), লেখক সমরেশ মজুমদার (২০২১), লেখক গোলাম মুরশিদ (২০২২) এবং কবি আসাদ চৌধুরী (২০২৩)।

সর্বশেষ খবর