শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ০০:০০ টা

ভারতে শেষ দফার ভোটে নানা হিসাবনিকাশ

কলকাতা প্রতিনিধি

আগামী শনিবার ১ জুন ভারতের লোকসভা (সংসদের নিম্নকক্ষ) নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট। ভোট নেওয়া হবে ৫৭টি  আসনে। গণনা ৪ জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধ্যান করার জন্য সপ্তম দফার ভোটের নির্বাচনি প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার তামিলনাড়ুর কন্যাকুমারী যাচ্ছেন। বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেছেন, এবারের নির্বাচনে তাঁর দল বিজেপি সারা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গেই সবচেয়ে ভালো ফল করবে। নরেন্দ্র মোদি কন্যাকুমারীতে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল হলে প্রাণায়াম/ধ্যানে (মেডিটেশন) বসবেন। তাঁর এ ধ্যান চলবে ৩০ জুন থেকে ১ জুন সন্ধ্যা পর্যন্ত। একটা সময় এ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছিলেন স্বামী বিবেকানন্দ। ভারতের এ দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারী। এখানেই ভারতের পশ্চিম ও পূর্ব উপকূল গিয়ে মিশেছে। আবার এ জায়গাতেই ভারত মহাসাগর, বঙ্গোপসাগর ও আরব সাগর গিয়ে মিশেছে। মূল ভূখন্ড থেকে বেশ কিছুটা দূরে জলপথ পেরিয়ে তবে কন্যাকুমারীর এ বিবেকানন্দ রকে যেতে হয়। সেখানেই রয়েছে কন্যাকুমারী মন্দির। ওই মন্দিরের ভিতরে পাথরের ওপর ধ্যানে বসবেন মোদি। এখনো দূর-দূরান্ত থেকে বহু পর্যটক আসেন ওই বিবেকানন্দ রক পরিদর্শন করতে। পর্যটকদের অনেকেই সেই ধ্যান মন্ডপে গিয়ে কিছুক্ষণের জন্য ধ্যান করেন। ২০১৯ সালের নির্বাচনি প্রচারণার শেষে ঠিক একইভাবে কেদারনাথে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী মোদি। মূলত ওই নির্বাচনের ফল ঘোষণার আগে উত্তরাখন্ডে ১১৭০০ ফুট উঁচু পাহাড়ে কেদারনাথ মন্দিরে প্রার্থনা সেরেছিলেন তিনি। কেদারনাথ থেকে এক কিলোমিটার ওপরে ‘রুদ্র মেডিটেশন কেভ’এ প্রায় সারা রাত ধ্যান করেছিলেন মোদি। এদিকে শেষ দফার ভোটের কয়েক ঘণ্টা আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মবিশ্বাসী যে চলমান ২০২৪ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি সবচেয়ে ভালো ফল করবে। শুধু তাই নয়, তার দাবি এ রাজ্যে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস অস্তিত্বের জন্য লড়াই করছে বলেও মন্তব্য করেছেন তিনি। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, ‘পশ্চিমবঙ্গে যে নির্বাচন হচ্ছে তা এক তরফা হচ্ছে। রাজ্যের মানুষ, ভোটাররা একে নেতৃত্ব দিচ্ছে। তার ফলে সরকার পক্ষ এবং শাসক দল তৃণমূলের কর্মী সমর্থকরা খুবই ভেঙে পড়েছে, ভুলভাল বকছে। নির্বাচনের আগে বিজেপি নেতাদের কারাগারে পাঠিয়েছে, হামলার ঘটনা ঘটছে। এসব অত্যাচারের পরও বেশি সংখ্যায় মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। ফলে ভোটারের হারও এবার বৃদ্ধি পেয়েছে।’ তার অভিমত ‘পশ্চিমবঙ্গের নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির আসন ৩ বেড়ে ৮০ হয়েছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও এ রাজ্য থেকে বিজেপি বিপুল সমর্থন পায়। চলমান নির্বাচনেও এ রাজ্যে সবচেয়ে ভালো ফল করতে চলেছে বিজেপি। বিজেপি খুব ভালো ফল করবে পশ্চিমবঙ্গে।’ ২০১৪ সালের নির্বাচনে মাত্র ২টি লোকসভার আসনে জয় পেয়েছিল বিজেপি। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ আসনের মধ্যে বিজেপি ১৮টিতে জয় পেয়েছিল, ২২ আসনে জয় পায় তৃণমূল কংগ্রেস। এ ছাড়া ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৭৭ আসনে জিতেছিল বিজেপি, অথচ ২০১৬ সালের নির্বাচনে বিজেপির বিধায়ক সংখ্যা ছিল মাত্র ৩।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর