শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা

সুন্দরবনে মৃত ৯৬ হরিণ ও চার শূকর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা ও বাগেরহাট প্রতিনিধি

ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে সুন্দরবনে প্রাথমিকভাবে ৯৬টি মৃত হরিণ ও ৪টি মৃত বন্য শূকরের দেহ উদ্ধার করেছে বন কর্মীরা। সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বন বিভাগের কটকা, কচিখালি, করমজল, পক্ষীর চর, ডিমের চর, শেলার চর ও নারকেলবাড়িয়া থেকে হরিণ ও শূকরের মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এ সংখ্যা আরও বাড়তে পারে।

এ ছাড়া বন বিভাগের অবকাঠামোগত ক্ষতি হয়েছে ৬ কোটি ২৭ লাখ টাকা। ১৮টি জীবিত হরিণ ও ১টি জীবিত অজগর সাপ উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়েছে। সুন্দরবন বন সংরক্ষক মিহির কুমার দে গতকাল সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে জলোচ্ছ্বাসে বিস্তীর্ণ বনভূমি প্রায় ৩৬ ঘণ্টা পানিতে ডুবে ছিল। এতে বনের মধ্যে সব জায়গা ১০-১২ ফুট পর্যন্ত পানিতে ডুবে যায়। জোয়ারের পানি নেমে গেলে বনের বিভিন্ন অংশে হরিণসহ অসংখ্য বন্যপ্রাণীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি জলোচ্ছ্বাসে বন্যপ্রাণীর জন্য খনন করা মিষ্টিপানির পুকুরগুলো লবণ পানিতে তলিয়ে যায়। এরই মধ্যে বনে মিষ্টি পানির তীব্র সংকট তৈরি হয়েছে। এদিকে পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু নাসের মোহসিন হোসেন জানান, ঘূর্ণিঝড়ে পশ্চিম বন বিভাগের ১৮টি জেটি ভেঙে গেছে, ১৪টি পুকুর ভেসে গেছে। এ ছাড়া ৩টি স্টাফ ব্যারাক, ৮টি সোলার প্যানেল টাওয়ার, ১১ কিলোমিটার এলাকার গোলপাতার বাগান ও প্রায় ২৬০০ ফুট মাটির রাস্তা ধসে গেছে।

সর্বশেষ খবর