শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা

কহে বীরাঙ্গনা

সাংস্কৃতিক প্রতিবেদক

কহে বীরাঙ্গনা

শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো মণিপুরী থিয়েটার প্রযোজিত একক নাটক ‘কহে বীরাঙ্গনা’। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। এটি ছিল নিয়মিত প্রযোজনার ৯৯তম মঞ্চায়ন। আজ শুক্রবার একই মিলনায়তনে অনুষ্ঠিত হবে নাটকটির শততম মঞ্চায়ন। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য থেকে নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। এক ঘণ্টার নাটকটিতে একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা।

শকুন্তলা, দ্রৌপদী, দুঃশলা, জনা-এ চার পৌরাণিক নারীর বিরহ, ঈর্ষা, শান্তি ও বিদ্রোহ তুলে ধরা হয়েছে নাটকটিতে। যার মূল কথা হচ্ছে হিংসা নয়, প্রেমেই মানুষের মুক্তি। মহাভারতের এ চার নারীর স্বামীকে লেখা চিঠিই নাটকের মূল উপজীব্য। কাব্য অক্ষুণ্ন রেখে শারীরিক ও বাচিক অভিনয়ের মিশেলে নাটকটি তৈরি হয়েছে। দলটির অধিকর্তা শুভাশিস সিনহা বলেন, ‘যেকোনো থিয়েটার দলের জন্য কোনো প্রযোজনার শততম প্রদর্শনী করতে পারা দারুণ আনন্দের। আর সেই প্রদর্শনীগুলো যদি গ্রাম থেকে শুরু করে শহরে, জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে এবং দেশের বাইরে অনুষ্ঠিত হয়, সব পরিসরেই প্রশংসা পায় তা অন্যরকম ভালো লাগা তৈরি করে। কহে বীরাঙ্গনার ক্ষেত্রে তা-ই হয়েছে।’

সর্বশেষ খবর