শিরোনাম
শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা

লিটারে আড়াই টাকা বাড়ল অকটেন পেট্রোলের দাম

নিজস্ব প্রতিবেদক

দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। নতুন জ্বালানি মূল্য আগামীকাল ১ জুন থেকে কার্যকর হবে। সরকার গত মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে।

তারই ধারাবাহিকতার ভোক্তা পর্যায়ে পেট্রলের মূল্য লিটারপ্রতি ২.৫০ টাকা বৃদ্ধি করে ১২৭ টাকা এবং অকটেনের মূল্য ২.৫০ টাকা বৃদ্ধি করে ১৩১ টাকা করা হলো। এ ছাড়া ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারপ্রতি ৭৫ পয়সা বৃদ্ধি করে ১০৭.৭৫ টাকা করা হয়েছে। উল্লেখ্য, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ মূল্য সমন্বয় করতে হয়েছে।

সর্বশেষ খবর