শনিবার, ১ জুন, ২০২৪ ০০:০০ টা

আওয়ামী লীগের দুই নেতাকে হারিয়ে বিজয়ী যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

তৃতীয় ধাপে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই আওয়ামী লীগ নেতাকে হারিয়ে যুবলীগ নেতা শুভাশীষ পোদ্দার লিটন বিজয়ী হয়েছেন। প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তার জয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও অনেকটা বিস্মিত। স্থানীয় ভোটাররা বলছেন, যুবলীগের নেতা-কর্মী, সমর্থক ও সংখ্যালঘুদের বৃহৎ অংশ তার পক্ষে কাজ করায় তিনি বিজয়ী হয়েছেন। 

জানা যায়, গত ২৯ মে অনুষ্ঠিত সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ঘোড়া প্রতীকে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, মোটরসাইকেল প্রতীকে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি ও আনারস প্রতীকে জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন নির্বাচনে অংশ নেন। আওয়ামী লীগের দুই নেতাকে পরাজিত করে প্রথম বারেই চেয়ারম্যান নির্বাচিত হন লিটন। নির্বাচনি মাঠে নতুন হলেও তিনি অভিজ্ঞ দুই নেতাকে পরাজিত করতে সক্ষম হয়েছেন। তিনি আনারস প্রতীক নিয়ে ভোট  পেয়েছেন ৩৫ হাজার ৭৭১। আর তার দুই প্রতিদ্বন্দ্বী বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিকের ঘোড়া প্রতীকে ২৪ হাজার ১৮৫ এবং জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি  মোটরসাইকেল প্রতীকে ২১ হাজার ৫৩৬ ভোট পেয়েছেন। নবনির্বাচিত চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন বলেন, আমি বগুড়া সদর উপজেলায় গরিব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাব।

সর্বশেষ খবর