শনিবার, ১ জুন, ২০২৪ ০০:০০ টা

সন্ত্রাসীদের গুলিতে আহত বিলাইছড়ির ইউপি চেয়ারম্যানের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি

টানা ৯ দিন পর সন্ত্রাসীদের গুলিতে আহত রাঙামাটির বিলাইছড়ির বড়থলি ইউনিয়নের চেয়ারম্যান আতোমং মারমা মারা গেছেন। গতকাল রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা অভিযোগ করে বলেন, ২২ মে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ৪ নম্বর বড়থলি ইউনিয়নে সশস্ত্র সন্ত্রাসীরা বাড়িতে হামলা চালিয়ে চেয়ারম্যান আতোমং মারমাকে ব্রাশফায়ার করে। এ সময় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় ও পরিবারের চেষ্টায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কোনোরকম প্রাণ রক্ষা পায়। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তার শরীর থেকে পাঁচটি গুলি বের করা হয় অপারেশনের মাধ্যমে। কিন্তু আরও দুটি গুলি তার শরীর থেকে বের করা সম্ভব হয়নি। টানা ৯ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি। বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম জানান, বিলাইছড়ি উপজেলার ৪ নম্বর বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং মারমা মারা গেছেন। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং মারমার ঘটনাটা পুলিশ অবগত আছে। তবে তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ করলে পুলিশ আইনি কার্যক্রম শুরু করবে।

সর্বশেষ খবর