রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা

গ্যালারি চিত্রকে রিদম অব নেচার প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

গ্যালারি চিত্রকে রিদম অব নেচার প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৮৯-৯০ ব্যাচের নারী সহপাঠীদের সংগঠন কালারস। গতকাল সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হয়েছে ১৪ দিনের রিদম অব ন্যাচার শিরোনামের প্রদর্শনী। ২০১৬ সাল থেকে নিয়মিত পথচলার ১১তম প্রদর্শনী। চার নারী অতিথি শিল্পী ছাড়াও অংশ নিয়েছেন কালারস-এর সাত শিল্পী। প্রদর্শনীর উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী মনিরুল ইসলাম।

অধ্যাপক সৈয়দ আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ।

প্রদর্শনীতে অংশ নেওয়া আমন্ত্রিত শিল্পীরা হলেন- রোকেয়া সুলতানা, মিনি করিম, সোহানা শাহরীন ও রুবিনা নার্গিস। আর আয়োজক সংগঠনের পক্ষে অংশ নেওয়া সাতজন শিল্পী হলেন- ফারজানা আফরোজ, ফারজানা ইসলাম, রেবেকা ইয়াসমিন, রেহানা ইয়াসমিন, রিফাত জাহান, শায়লা আখতার ও শারমিন সিরাজি। এক্রেলিক, জলরং, টেরাকোটাসহ অসামান্য সব শিল্পকর্ম দিয়ে সাজানো এই প্রদর্শনী উদ্বোধনী দিনেই শিল্পানুরাগীদের নজর কেড়েছে। অনেকেই গ্যালারির শিল্পকর্মের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে শিল্পের সঙ্গে নিজেদের স্মৃতিময় করে রাখার চেষ্টা করেছেন। সেই সঙ্গে শিল্পীদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অনুষ্ঠানে আগতরা। প্রদর্শনী উদ্বোধনকালে শিল্পী মনিরুল ইসলাম বলেন, একেকটা ছবি একেকটা সময়ের কথা বলে। ছবিতে শিল্পীর আবেগ ও অনুভূতি ফুটে ওঠে। ছবি বোবা কিন্তু এর প্রকাশভঙ্গি অসাধারণ। ছবিতে যদি সময়কে তুলে ধরা না যায় তাহলে শিল্পীর পরিশ্রমই বৃথা। ছবি শুধু রং তুলির ছোঁয়া নয়, এটি শিল্পের জাগরণ ও শিল্পীর মনোজগতের প্রকাশও। কালারস-এর মাধ্যমে শিল্পের জগতে সহপাঠী শিল্পীরা আরও অনেক দূর এগিয়ে যাক সেই প্রত্যাশাই রইল।  ১৪ জুন শেষ হবে ১৪ দিনের এই প্রদর্শনী।

সর্বশেষ খবর