রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে ২ শতাধিক ঘর

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ২ শতাধিক ঘর পুড়ে গেছে। দেড় ঘণ্টা পর এ আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

গতকাল দুপুর ১ টার দিকে ক্যাম্পটির ডি-৩ ব্লকের কাঁঠালতলী বাজারে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে গেছে ক্যাম্পের ২ শতাধিক ঘর। ৮ এপিবিএনের অধিনায়ক আমির জাফর স্থানীয়দের বরাতে বলেন, দুপুরে ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের কাঁঠালতলী বাজারে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন কাঁঠালতলী বাজারসহ ক্যাম্পের আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর মধ্যে কক্সবাজার, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হয়। দুপুর ২ টার পর কক্সবাজার ও রামু স্টেশনের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আড়াই টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানিয়েছেন, অগ্নিকান্ডে প্রাথমিকভাবে ২ শতাধিক রোহিঙ্গাদের ঘর ও এনজিও সংস্থার কেন্দ্র পুড়ে গেছে। হতাহতের কোনো খবর এ পর্যন্ত পাওয়া যায়নি। এর আগে গত ২৪ মে একই ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ভস্মীভূত হয়েছিল ৩ শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ নিহত ১ : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বালু তোলা নিয়ে সংঘর্ষের সময় ছৈয়দুর রহমান (২০) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে ক্যাম্প-২ ডব্লিউ বি/৮ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত ছৈয়দুর রহমান ওই রোহিঙ্গা ক্যাম্পের ছৈয়দ আলমের ছেলে। ক্যাম্প সূত্রে জানা গেছে, সকালে ছৈয়দুর রহমান বাড়ির পাশ দিয়ে যাওয়া ছোট ড্রেন থেকে বালু তোলে। এ সময় প্রতিবেশী রোহিঙ্গা নুর আলম বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডার পর সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে নুর আলম কোদাল দিয়ে ছৈয়দুর রহমানের মাথায় আঘাত করলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ক্যাম্পের পাশে জিকে হাসপাতালে ভর্তি করায়। আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সর্বশেষ খবর