শিরোনাম
সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

আইসক্রিমে ভর করে আমজাদের ৩৭ বছর

নওগাঁ প্রতিনিধি

আইসক্রিমে ভর করে আমজাদের ৩৭ বছর

বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল, রেলস্টেশন ও বিভিন্ন গ্রামের অলিগলি ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন আমজাদ হোসেন। ৩৭ বছর ধরে এ কাজ করে তিনি সংসার চালাচ্ছেন। তার বাড়ি আত্রাই উপজেলার ক্যাশবপাড়া গ্রামে। গতকাল দুপুরে উপজেলার ভবানীপুর বাজারে দেখা মেলে আমজাদ হোসেনের সঙ্গে। তিনি জানান, শীত, গরম, রোদ, বৃষ্টি যাই হোক না কেন তাকে আইসক্রিম বিক্রি করতে যেতেই হবে। তা না হলে সংসার চলবে কী করে! এক প্রশ্নের জবাবে আমজাদ হোসেন বলেন, আমি নিজেই তৈরি করি আইসক্রিম। এতে দুধ, চিনি, এলাচ, বাদাম, কিশমিশ আর গরম মসলার মিশ্রণ থাকে। স্বাদের সঙ্গে সুঘ্রাণেরও যে নিবিড় একটা সম্পর্ক আছে, সেটা তুলার মতো নরম আইসক্রিমে কামড় দিয়ে স্বাধ নিতে পারেন যে কেউ। শীত-গরম সব মৌসুমে আমজাদ হোসেনের আইসক্রিম জনপ্রিয়। তিনি আরও বলেন, ৩৭ বছর ধরে আইসক্রিম বিক্রি করে জীবিকা নির্বাহ করছি। সারা বছর আইসক্রিম বিক্রি করলেও শীত মৌসুমে বিক্রি কম হয়। শ্রীরামপুর গ্রামের নাঈম বিল্লাহ নামে এক যুবক বলেন, গরিব হলেও আমজাদ হোসেন খুব সৎ মানুষ। কষ্ট করলেও তার মুখে সব সময় হাসি লেগেই থাকে। সব সময় পরিপাটি থাকা মিষ্ট ভাষী এ মানুষটি কখনো কারও ক্ষতি করেন না। তাই এলাকার মানুষও তাকে খুব পছন্দ করেন, ভালোবাসেন।

সর্বশেষ খবর