শিরোনাম
মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০০:০০ টা

ট্রান্সকমের আট কর্মকর্তার জামিন তিন মামলায়

নিজস্ব প্রতিবেদক

হত্যা, অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল এবং অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তরের অভিযোগে দায়ের করা পৃথক তিন মামলায় ট্রান্সকম গ্রুপের আট কর্মকর্তার জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ প্রতিদিনকে জানান, এসব মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে জামিন পান। এরপর তারা বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন বর্ধিত করে পূর্ণাঙ্গ জামিন শুনানির জন্য আজ দিন ধার্য করেন। এ দিন পূর্ণাঙ্গ জামিন শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। জামিন পাওয়া আসামিরা হলেন- এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজার ডা. মুরাদ, পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) ডা. মো. মুজাহিদুল ইসলাম, ট্রান্সকম গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, কর্মকর্তা জাহিদ হোসেন, গ্রুপের কর্পোরেট অ্যাফেয়ার্স? সেলিনা সুলতানা, ম্যানেজার (কর্পোরেট অ্যাফেয়ার্স) কে এইচ মো. শাহাদত হোসেন, গ্রুপটির কর্মচারী রফিক ও মিরাজুল। জানা গেছে, ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের ছোট মেয়ে শাযরেহ হক গ্রুপের আট কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় গত ২২ ফেব্রুয়ারি তিনটি মামলা দায়ের করেন। এ ছাড়া, ২২ মার্চ তিনি তার বড় বোন সিমিন রহমানসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, সিমিন রহমানসহ বাকি আসামিরা তার বড়ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে বিষ প্রয়োগ ও শ্বাসরোধ করে হত্যা করেছেন। উল্লেখ্য, আরশাদ ওয়ালিউর রহমান গত বছরের ১৬ জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান।

সর্বশেষ খবর