শিরোনাম
মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

বাংলাদেশি পর্যটকদের জন্য ফি কমাল ভুটান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমিয়েছে ভুটান সরকার। ১০০ ডলার থেকে কমিয়ে এই ফি ১৫ ডলার করা হয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি ১৫ ডলার করা হয়েছে।

যা ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফি-এর সমান। নতুন নীতিমালার আওতায় বছরে ১৫ হাজার বাংলাদেশি পর্যটক প্রতিদিন ১৫ মার্কিন ডলার ফি দিয়ে ভুটান ভ্রমণ করতে পারবেন। তবে ১৫ হাজারের বেশি পর্যটক হলে ভুটান ভ্রমণের ক্ষেত্রে ১০০ ডলার ফি দিতে হবে। এ ভিসানীতি গত ২ জুন থেকে কার্যকর হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালে টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) নামে পর্যটকদের জন্য ২০০ ডলার ফি আরোপ করেছিল ভুটান সরকার। তবে গত বছর এই ফি কমিয়ে ১০০ ডলার করা হয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশের পর্যটকদেরও দিতে হতো এই ফি। তবে ভারতের পর্যটকদের ক্ষেত্রে এসডিএফ ফি ছিল ১৫ ডলার। এবার বাংলাদেশি পর্যটকদের জন্যও ফি কমিয়ে ১৫ ডলার করা হলো।

 

 

সর্বশেষ খবর