মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০০:০০ টা

পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ফের কর্মবিরতিতে

নিজস্ব প্রতিবেদক

সর্বজনীন পেনশন স্কিম বাতিল দাবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজ ফের অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন। পাশাপাশি দাবি আদায়ে পরবর্তী কর্মপ্রক্রিয়া নির্ধারণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এর আগে ২৮ মে দাবি আদায়ের লক্ষ্যে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষকরা পেনশন স্কিমকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে বলেছেন, সরকার অবিলম্বে এ স্কিম বাতিল না করলে আন্দোলনের বৃহত্তম কর্মসূচি ঘোষণা করবেন তারা। শিক্ষকরা জানান, ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, যেসব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী চলতি বছরের ১ জুলাইয়ের পর যোগ দেবেন তাদের জন্য সর্বজনীন পেনশন স্কিমের ‘প্রত্যয় স্কিম’ বাধ্যতামূলক করা হয়েছে। তাদের ক্ষেত্রে নিয়োগদাতা প্রতিষ্ঠান বা সংস্থার জন্য বিদ্যমান অবসর-সুবিধা-সংক্রান্ত বিধিবিধান প্রযোজ্য হবে না। শিক্ষকরা বলছেন, প্রত্যয় স্কিমে মূল বেতন থেকে ১০ শতাংশ অর্থ কেটে নেওয়া হবে, যেটা আগে কাটা হতো না। বর্তমানে পেনশনার ও নমিনি আজীবন পেনশনপ্রাপ্ত হন; কিন্তু নতুন স্কিমে পেনশনাররা ৭৫ বছর পর্যন্ত পেনশন পাবেন। বিদ্যমান পেনশনব্যবস্থায় ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাওয়া যায়। তবে সর্বজনীন পেনশনব্যবস্থায় তা-ও সুস্পষ্ট করা হয়নি। দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষকদের চাকরির মেয়াদকাল ৬৫ থেকে ৬০ বছর করা হয়েছে। মাসিক চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতাও নতুন প্রত্যয় স্কিমে দেওয়া হবে না বলে জানা গেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক মো. আখতারুল ইসলাম বলেন, পেনশন স্কিম বাতিল দাবিতে মঙ্গলবার (আজ) সব বিশ্ববিদ্যালয়ে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষকরা কর্মবিরতি পালন করবেন। এরপর দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেডারেশনের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আন্দোলনের রোডম্যাপ ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

 

 

সর্বশেষ খবর