বুধবার, ৫ জুন, ২০২৪ ০০:০০ টা

হারাধনের বিয়ে

সাংস্কৃতিক প্রতিবেদক

হারাধনের বিয়ে

রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়ন হলো মেঠোপথ থিয়েটার প্রযোজিত নাটক ‘হারাধনের বিয়ে’। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত এ নাটকটির নির্দেশনায় ছিলেন শামীমা আক্তার মুক্তা। হারাধন নামে এক যুবকের বিয়ের নানা হাস্যরসাত্মক নাটকীয় ঘটনা নিয়ে বিন্যস্ত হয়েছে নাটকটির কাহিনি। নাটকটির নির্দেশক শামীমা আক্তার মুক্তা বলেন, ‘লেটো গান এক ধরনের লোকসংগীত। এটি পশ্চিমবঙ্গের বর্ধমানে প্রচলিত ভাষার লোকসংগীত। গান, নৃত্য, অভিনয় সহকারে যাত্রাগানের মতোই পালা আকারে রচিত হয় লেটো গান। প্রায়শই দেখা  মেলে কিশোর বালকেরা মেয়েদের পোশাক পরে নটী সাজে। এর বিষয়বস্তু সামাজিক রঙ্গরস ও আটপেরে গ্রামীণ জীবন; পৌরাণিক ও ঐতিহাসিক বিষয়। লোক মনোরঞ্জন করাই মূলত লেটো গানের প্রধান উদ্দেশ্য। কাজী নজরুল ইসলাম শৈশবকালে লেটো দলের সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন তথ্য ও সূত্রের ওপর ভিত্তি করে বিভিন্ন পালার উপস্থাপনা থেকে ধারণা নিয়ে কাজী নজরুল ইসলামের লেটো গান ‘হারাধনের বিয়ে’ মঞ্চে আনা হয়েছে। এ নাটকের গানগুলো কাজী নজরুল ইসলামের লেখা ও সুরে উপস্থাপন করা হয়েছে। সুরগুলো সংরক্ষণ করে মেঠোপথ থিয়েটারকে সহযোগিতা করেছেন বিশিষ্ট শিল্পী শারমিন জাহান।

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামীমা আক্তার মুক্তা, হুমায়রা শারীকা, রিজভী লোটাস, মো. আরিফুল ইসলাম রবিন, নীরা হোসাইন লুৎফুর নাহার, নার্গিস মুর্শিদা, মো. হাসিব, শুভ, আশিষ ও মুজিবুল হক প্রমুখ। এ ছাড়া একই মিলনায়তনে মঞ্চায়ন হয় কাজী নজরুল ইসলামের অন্য নাটক ‘স্বামী-স্ত্রীর ঝগড়া’।

সর্বশেষ খবর