বুধবার, ৫ জুন, ২০২৪ ০০:০০ টা

বজ্রপাতে পাঁচ জেলায় আটজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

সিরাজগঞ্জ, হবিগঞ্জ, জামালপুর, গাজীপুর এবং শরীয়তপুরে বজ্রপাতে তিন কিশোর, চার কৃষকসহ আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার ও গতকাল বিভিন্ন সময় এসব ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ : চৌহালী উপজেলার এনায়েতপুরে ক্রিকেট খেলার সময় বজ্রপাতে দুই কিশোর মারা গেছে। নিহতরা হলো- এনায়েতপুর খামার গ্রামের মারুফ হোসেন (১৪) ও বেতিল চরের আল আমিন (২৪)। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের বেতিল চরে এ ঘটনা ঘটে। এনায়েতপুর থানার এসআই সুজিত কুমার বিশ্বাস জানান, একদল কিশোর বেতিল চরের মধ্যে ক্রিকেট খেলছিল। এ সময় বজ্রপাতের কবলে পড়ে চার কিশোর আহত হয়। আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আল আমিন ও মারুফকে মৃত্যু ঘোষণা করেন। অপর দুজন প্রাথমিক  চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এদিকে বজ্রপাতে শাহজাদপুরে চর পোরজনায় আবদুস সালাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শাহজাদপুর থানার ওসি আসলাম হোসেন জানান, সন্ধ্যার দিকে খড়ের বোঝা নিয়ে বাড়ি ফেরার সময় সালাম বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান। হবিগঞ্জ: চুনারুঘাট উপজেলায় জমিতে হালচাষ করার সময় বজ্রপাতে নিহত হয়েছেন দুই কৃষক। এরা হলেন- ভুলারজুম গ্রামের আবদুস সালাম (৪০) ও রূপাসপুর গ্রামের প্রসু দেবনাথ (৪০)। গতকাল বিকালে উপজেলার মিরাশী ইউনিয়নের রূপাসপুর গ্রামের দক্ষিণ হাওরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই কৃষকের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, বজ্রপাতে দুজন মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জামালপুর : সরিষাবাড়ী উপজেলায় বজ্রপাতে ফরিদ মিয়া (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিন কৃষক। গতকাল সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন- এরশাদ মিয়া, শাহজালাল ও সবুজ মিয়া। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম জানান, সকালে বজ্রপাতের ঘটনায় ফরিদ মিয়াকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে বজ্রপাতে নামাশুলাই এলাকার নুর মোহাম্মদের স্ত্রী আসমা বেগম (৪৫) মারা গেছেন। গতকাল সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একটি গরুরও মৃত্যু হয়েছে।  শরীয়তপুর : গোসাইরহাটে বজ্রপাতে রাসেল ব্যাপারী (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কোদালপুর ইউনিয়নের পূর্ব হাজীপাড়ায় এ ঘটনা ঘটে। রাসেল একই এলাকার রশিদ ব্যাপারীর ছেলে। কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান বলেন, বজ্রপাতে রাসেলের বিভিন্ন স্থান ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর