শিরোনাম
বুধবার, ৫ জুন, ২০২৪ ০০:০০ টা
বেইলি রোড ট্র্যাজেডি

২৪ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকান্ডে ৪৬ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ নতুন এই তারিখ ধার্য করেন।

গতকাল মামলার প্রতিবেদন দাখিলের দিন ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ ধার্য করেন। এর আগেও দুবার প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে। এতে ৪৬ জন মারা যান। ১১ জন আহত হন। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও আটজন শিশু। এ ঘটনায় ২ মার্চ সকালে রমনা মডেল থানার এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।

সর্বশেষ খবর