বুধবার, ৫ জুন, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

ওষুধ নিয়ে এসে দেখি বাচ্চা নেই

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে এ নবজাতক চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তার বাবা শরিফুল ইসলাম।

তিনি বলেন, সোমবার রাতে আমার স্ত্রীকে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করি। পরে আজ (মঙ্গলবার) সকাল ১০টায় আমার স্ত্রী সুখী আক্তারের যমজ দুটি কন্যা সন্তান হয়। আমার বড় মেয়ের জ্বর আসে এবং পাশে থাকা এক নারী বলেন, আমার কাছে বাচ্চাটি দিয়ে আপনি মেয়ের জন্য ওষুধ নিয়ে আসেন। পরে আমি নাপা নিয়ে ফিরে আসি। আমার মাকে জিজ্ঞেস করি, বাচ্চা কোথায়। পরে দেখি যে নারীর কাছে বাচ্চা দিয়েছিলাম সেই নারী সেখানে নেই। পরে বিষয়টি আনসার সদস্যদের এবং হাসপাতাল কর্তৃপক্ষকে জানাই। আমার বাচ্চাকে আমি ফিরে পেতে চাই। ঢামেক আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মিজান বলেন, আমরা নবজাতকের বাবাকে জিজ্ঞাসাবাদ করেছি এবং এরপর পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করি। পরবর্তীতে পুলিশ এসে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত শুরু করেছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। জানা গেছে, ঢাকার ধামরাই উপজেলার কালামপুরের বাসিন্দা শরিফুল ও সুখী দম্পতি। নবজাতকের দাদি হাসিনা জানান, সবুজ রঙের বোরকা পরা এক নারী ওয়ার্ডে প্রবেশ পথের বারান্দায় এসে তার সঙ্গে গল্প শুরু করে। একপর্যায়ে তার কোল থেকে একটি সন্তান নিয়ে তিনি পালিয়ে যান। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, লেবার ওয়ার্ড থেকে ভূমিষ্ঠ হওয়া একটি নবজাতককে তার স্বজনরা খুঁজে পাচ্ছেন না। তারা হাসপাতালে সিসিটিভির ফুটেজ দেখার পাশাপাশি পুলিশ প্রশাসন এ বিষয়ে কাজ করছেন।

সর্বশেষ খবর