শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

৫০ লাখ টাকার ওপর গেইন ট্যাক্স ১৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারে বিনিয়োগে ক্যাপিটাল গেইন বা মূলধনি মুনাফার ওপর কর বসানো হয়েছে। শেয়ার কেনাবেচায় নির্দিষ্ট অর্থবছরে ৫০ লাখ টাকার বেশি যত টাকা মুনাফা হবে, তার ওপর সরকারকে ১৫ শতাংশ হারে কর দিতে হবে। এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানির করহার অপরিবর্তিত রাখা হয়েছে। তালিকা বহির্ভূত কোম্পানির কর হার কিছুটা কমানো হয়েছে। অর্থাৎ শেয়ারবাজারে থাকা কোম্পানিকে কোনো সুবিধা দেওয়া হয়নি। গতকাল ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে বাজেট ঘোষণার দিন শেয়ারবাজার সূচক বেড়েছে।  প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের ক্ষেত্রে ৫০ লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইন বা মূলধনি মুনাফা করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। ৫০ লাখ টাকার বেশি ক্যাপিটাল গেইন হলে তার ওপর ১৫ শতাংশ কর ধার্য করা হয়েছে। অর্থাৎ কোনো বিনিয়োগকারী ৬০ লাখ টাকা ক্যাপিটাল গেইন করলে, সেই ক্যাপিটাল গেইনের ৫০ লাখ টাকা করমুক্ত থাকবে। বাকি ১০ লাখ টাকার ওপর ১৫ শতাংশ হারে কর দিতে হবে। ক্যাপিটাল গেইন হলো শেয়ারবাজারে শেয়ার বা মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেনের মাধ্যমে করা মুনাফা। কোনো বিনিয়োগকারী যদি কোনো শেয়ার একটানা ৫ বছর ধরে রেখে ৫০ লাখ টাকার বেশি মুনাফা করেন, সে ক্ষেত্রে ওই মুনাফার ওপর ১৫ শতাংশ হারে করারোপ হবে। কোম্পানিগুলোর মধ্যে যারা পাবলিকলি ট্রেডেড নয় এসব কোম্পানির ক্ষেত্রে করহার শর্তসাপেক্ষে ২৭ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতদিন এই করহার ছিল ২৭ দশমিক ৫০ শতাংশ, তবে ওই শর্ত পালনে ব্যর্থ হলে ৩০ শতাংশ সুদ দিতে হতো। এক ব্যক্তি কোম্পানির করহার ২২ দশমিক ৫০ শতাংশ থেকে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। মার্চেন্ট ব্যাংক ব্যতীত পাবলিক ট্রেডেড ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কোম্পানি করহার আগের মতো ৩৭ দশমিক ৫০ শতাংশ রাখা হয়েছে। একইভাবে মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রেও কোম্পানি করহার রাখা হয়েছে আগের মতো ৩৭ দশমিক ৫০ শতাংশ। আগের দিন বুধবার দেশের শেয়ারবাজারে দরতপন ও লেনদেন খরা দেখা দিলেও বাজেট ঘোষণার দিন গতকাল বৃহস্পতিবার সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকার ঘরে চলে এসেছে। একই সঙ্গে বেড়েছে মূল্যসূচকও। তবে দাম কমার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠান। এরপরও সিএসইতে মূল্যসূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

সর্বশেষ খবর