শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

বাধ্যতামূলক সর্বজনীন পেনশনে নতুন চাকরিজীবী

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিজীবীদের বাধ্যতামূলক সর্বজনীন পেনশন কর্মসূচির (স্কিম) আওতায় নিয়ে আসা হবে। তবে এখন যারা সরকারি চাকরিতে আছেন, তারা বিদ্যমান নিয়মেই পেনশন পাবেন। ২০২৫ সালের ১ জুলাইয়ের পর সরকারি চাকরিতে যারা নতুন নিয়োগ পাবেন, তারা সর্বজনীন পেনশন কর্মসূচির আওতাভুক্ত হবেন।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল বাজেট বক্তব্যে এমন ঘোষণা দেন। অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে বলেন, পেনশন সুবিধা পান, এমন সব সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসব। স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের ইতোমধ্যে এ ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে। শিগগিরই অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের জন্যও আমরা এ ব্যবস্থা ২০২৫ সালের ১ জুলাই থেকে চালু করব। ২০২৩ সালের ১৭ আগস্ট দেশে চারটি কর্মসূচি নিয়ে সর্বজনীন পেনশন কার্যক্রম শুরু হয়েছে।

গত মার্চে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সব স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা ও তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানগুলোর চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী চলতি বছরের ১ জুলাইয়ের পর যোগ দেবেন, সরকার তাদের সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করল।

 এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর সর্বজনীন পেনশন স্কিম আরোপের প্রতিবাদে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দফায় দফায় কর্মবিরতি পালন করেছেন। তারা পেনশন স্কিমকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে বলেছেন, সরকার অবিলম্বে এ স্কিম বাতিল না করলে আন্দোলনের বৃহত্তম কর্মসূচি ঘোষণা করবেন।

সর্বশেষ খবর