শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

এমপিদের গাড়িতে শুল্ক সুবিধা বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত বাজেটে বৈষম্য হ্রাসে সংসদ সদস্যদের (এমপি) শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হয়েছে। একই সঙ্গে এমপিদের গাড়ি আমদানিতে ২৫ শতাংশ হারে আমদানি শুল্ক ও ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গতকাল জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। অর্থমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে সকল প্রকার শুল্ককর অব্যাহতি বিদ্যমান রয়েছে। কর অব্যাহতি সুবিধা কিছুটা হ্রাস করে কেবল আমদানি শুল্ক ২৫ ও মূল্য সংযোজন কর ১৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি। তবে অন্য সব শুল্ককরের অব্যাহতি সুবিধা বহাল থাকবে। এজন্য বিদ্যমান প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারির সুপারিশ করেন তিনি। অর্থমন্ত্রী আরও বলেন, আমরা সবাইকে কর দিতে এবং কর ফাঁকি দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করছি। জনপ্রতিনিধিরা যদি এ সুযোগ নেওয়া বন্ধ করেন এবং সবাইকে কর ফাঁকি দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করেন তাহলে সেটি একটি বড় উদাহরণ হবে। উল্লেখ্য, ১৯৮৮ সালের ২৪ মে এক প্রজ্ঞাপনে তৎকালীন সরকার সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে সব ধরনের শুল্ক ও কর প্রদানে অব্যাহতি সুবিধা দিয়েছিল; যা এখনো বহাল আছে।

সর্বশেষ খবর