শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

সঞ্চয়পত্র থেকে আসবে বিপুল অর্থ

নিজস্ব প্রতিবেদক

বাজেট ঘাটতি মেটাতে সরকারের ঋণনির্ভরতা বাড়ছে। চলতি অর্থবছরের মতো প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটেও সরকার বিপুল পরিমাণ ঋণ করার পরিকল্পনা করেছে। যা ঘাটতির প্রায় ৫৪ শতাংশ এবং মোট বাজেটের ১৭ শতাংশ ব্যয় মেটাবে। এ ছাড়া সঞ্চয়পত্র বিক্রি করে ১৫ হাজার ৪০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা ঠিক করেছে সরকার। তবে এ ঋণ চলতি অর্থবছরের চেয়ে ২ হাজার ৬০০ কোটি টাকা কম। চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য ছিল ১৮ হাজার কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে এ অঙ্ক কমিয়ে ৭ হাজার ৩১০ কোটি টাকা করা হয়েছে।

সর্বশেষ খবর