শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা

লিবিয়ায় জিম্মি পাবনায় মুক্তিপণ আদায়, আটক ২

পাবনা প্রতিনিধি

লিবিয়ায় অবস্থানরত পাবনার এক প্রবাসীকে জিম্মি করে নির্যাতনের ভিডিও দেখিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম গতকাল এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- চাঁদপুরের মতলব দক্ষিণের পণ্ডিত আলী ব্যাপারীর ছেলে হাবিবুর রহমান সুমন (৩০) ও একই এলাকার দেলোয়ার হোসেন গাজীর ছেলে রবিউল আওয়াল রবি (২৮)। অতিরিক্ত পুলিশ সুপার জানান, মাসুদ রানা নামে পাবনার এক ব্যক্তি চার বছর ধরে লিবিয়ার সিটি খলিফা নামক স্থানে দরজির দোকান নিয়ে ব্যবসা করছিলেন। ১৪ মে অজ্ঞাত ইমো নম্বর থেকে মাসুদের স্ত্রীর নম্বরে ফোন করে বলে তার স্বামীকে অপহরণ করা হয়েছে। জীবিত ফেরত চাইলে ১০ লাখ টাকা দিতে হবে। অপহরণকারীরা বাংলাদেশি বিকাশ নম্বর দিয়ে টাকা পাঠাতে বলে। মাসুদের বাবা ধার-দেনা করে অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে ১০ লাখ টাকা ধাপে ধাপে পাঠান। ওই টাকা পাওয়ার পর ২০ মে আবার ফোন করে আরও ১৫ লাখ টাকা চায় এবং স্বজনদের কাছে মাসুদকে মারধরের ভিডিও পাঠায়। একপর্যায়ে মাসুদের মা মলিনা খাতুন গত বুধবার পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ শুরু করে পুলিশ। ডিবি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত এবং চাঁদপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

সর্বশেষ খবর