শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা
বাণিজ্য প্রতিমন্ত্রী

মূল্যস্ফীতিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি

নিজস্ব প্রতিবেদক

সরকার নতুন অর্থবছরে মূল্যস্ফীতিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, মূল্যস্ফীতি কমাতে আমরা ভর্তুকির পাশাপাশি ন্যায্যমূল্যেও পণ্য বেচব। এতে করে ভোক্তারা উপকৃত হবেন।

গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বরাবরের মতো বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত বাণিজ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নতুন বছরে মূল্যস্ফীতিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আমরা। আমরা ট্রাকে সেলের পাশাপাশি স্থায়ী (ন্যায্যমূল্যের) দোকানের ব্যবস্থা করছি। এই ব্যবস্থা সম্পন্ন হলে টিসিবির ভর্তুকি মূল্যের পাশাপাশি ন্যায্যমূল্যেও পণ্য বিক্রি করা হবে। এতে করে ভোক্তারা উপকৃত হবেন।

সর্বশেষ খবর