শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিমি যানজট

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিমি যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে ১৫ কিলোমিটার যানজট -বাংলাদেশ প্রতিদিন

বৃহস্পতিবার ভোর ৪টা থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ সময় মহাসড়কে হাজার হাজার যাত্রীবাহী যানবাহন ও মালবাহী ট্রাক আটকা পড়ে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহীনূর ইসলাম বলেন, সাপ্তাহিক ছুটি এবং ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের সংখ্যা বেড়েছে। স্বাভাবিক নিয়মেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এ কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা, বিশ্বরোড, শহীদনগর, গৌরীপুর বাসস্ট্যান্ড, রায়পুর ও ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত ১৫ কিলোমিটার জুড়ে ঢাকামুখী যানজট সৃষ্টি হয়। যা গতকাল (শুক্রবার) বেলা সাড়ে ১২টা পর্যন্ত অব্যাহত ছিল। এ সময় মহাড়কে যানজটে হাজারো যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, মালবাহী ট্রাকসহ বিভিন্ন পরিবহনের যাত্রীরা আটকা পড়লে সীমাহীন কষ্ট পোহাতে হয়। বেলা ১২টার পর যানজট স্বাভাবিক হতে থাকে।

সর্বশেষ খবর