শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা

ছাত্রলীগ কর্মী নিহতের ঘটনায় মামলা

নির্বাচন-পরবর্তী বিজয় মিছিলে গুলি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন-পরবর্তী বিজয় মিছিলে গুলিতে ছাত্রলীগ কর্মী আশরাফুল রহমান ইজাজকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহতের বাবা আমিনুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় ১৬ জনের নাম উল্লেখসহ ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেছেন। এতে অন্যতম আসামি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জালাল হোসেন খোকা ও ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবি জয়কে। মামলার অন্য আসামিরা হলেন শহরের কলেজপাড়ার বাসিন্দা জেলা ছাত্রলীগের সহসভাপতি শাফি আলম (২৮) ও তাঁর বড় ভাই সাগর (৩২), কাউতলীর শাহাদাৎ হোসেন ওরফে সানি (২৮), কলেজপাড়ার অপু (৩০), মামুন (৩৮), মাসুম (৪০), শাহরিয়ার ওরফে লাদেন (২২), রুবেল (২৮), অলি (৩০), রুমান (৩৫), তারেফ (৩০), সৌরভ (৩০), মামুন (২৮) ও মুরসালিন (২৮)। এদিকে, আশরাফুল রহমান ইজাজ হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সহপাঠীরা। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগর সাংগঠনিক সম্পাদক আজহারুল হাসান মিঠু, নিহতের সহপাঠী বায়েজিদুর রহমান সিয়াম, মাহতি মোহাম্মদ মাশরাফি, সাকিব খান রিফাত, আরাফ উল্লাহ অর্ণব প্রমুখ। প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন  শোভনের বিজয় মিছিলে গুলি করে জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাসান আল ফারাবী জয়। গুলিতে ছাত্রলীগ কর্মী আশরাফুল রহমান ইজাজ নিহত হন।

সর্বশেষ খবর