শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

১৪ ট্রাক চিনিকান্ডে মামলা, চোরাকারবারি ‘অজানা’

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ১৪ ট্রাক চিনি আটকের ঘটনায় মহানগর পুলিশের জালালাবাদ থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত চোরকারবারিদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, চিনির চালান আটকের ঘটনায় জালালাবাদ থানার এসআই মো. সালাহ উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতরাও শনাক্ত হয়নি। তবে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিগগিরই জড়িতরা গ্রেফতার হবেন। গত বৃহস্পতিবার সকাল ৬টার দিকে জালালাবাদ থানাধীন উমাইরগাঁও এলাকায় একটি সড়কে সারিবদ্ধভাবে রাখা চোরাই চিনি বোঝাই ১৪টি ট্রাক আটকের পর থেকে এর সঙ্গে জড়িত কারা এ নিয়ে সিলেটজুড়ে চলছে নানা আলোচনা। পুলিশ জানিয়েছে, আটক ১৪টি ট্রাকে ২ হাজার ১১৪ বস্তা ভারতীয় চিনি পাওয়া গেছে। প্রতি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে। জব্দকৃত চিনির বাজার মূল্য ১ কোটি ৬৭ লাখ ১২ হাজার টাকা।

সর্বশেষ খবর