শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা

রাবিতে গাঁজা-হেরোইন বিক্রির সময় যুবক গ্রেফতার

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গাঁজা ও হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠে এসব বিক্রি করছিলেন তিনি। নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ জানান, গ্রেফতারকৃত সাকিব রহমান শান্ত নগরীর কাজলা বউবাজার এলাকার মৃত বদিউজ্জামান বকুলের ছেলে। ওসি বলেন, ক্যাম্পাসে মাদক সরবরাহ করছিল শান্ত। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে মাদক  মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শান্তর কাছে ২০ গ্রাম গাঁজা ও তিনগ্রাম হেরোইন পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে মাদক সেবন ও সরবরাহ প্রতিরোধ তৎপরতা চালিয়ে যাচ্ছি।

সর্বশেষ খবর