রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

স্বার্থগোষ্ঠীর দিকে না তাকিয়ে মানুষের দিকে তাকাতে হবে

--- এম হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক

স্বার্থগোষ্ঠীর দিকে না তাকিয়ে মানুষের দিকে তাকাতে হবে

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার চালু রাখতে স্বার্থান্বেষীমহলের দিকে না তাকিয়ে সাধারণ মানুষের কল্যাণে কিছু সংস্কার করতে হবে। বহুকাল ধরে একটি দুষ্টচক্র মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছে। এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে গতকাল তিনি এ কথা বলেন।  এ সময় এম হুমায়ুন কবির বলেন, মানুষের কল্যাণের দিকে লক্ষ্য রেখে এখানে যে ধরনের সংস্কার দরকার তা করতে হবে। যদি কেউ অন্যায় করে থাকে তাহলে শুধু শাস্তির ব্যবস্থা করলে হবে না, এই শাস্তি দিলে যদি ব্যবসা বন্ধ হয়ে যায় তাহলে লাভ হবে না। ব্যবসাকে চালু করা এবং মানুষের কাছে সহজলভ্য করার জন্য কী সংস্কার করা দরকার তা করতে হবে।  এ ছাড়া শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য সত্যিসত্যি মনোযোগ দিয়ে দক্ষতা বৃদ্ধির চেষ্টা করলে শ্রমিকরা মালয়েশিয়া না গিয়ে অন্য যেখানে যাওয়ার সুযোগ আছে সেখানে যেতে পারে। তাহলে এবারের মতো অনিশ্চয়তায় তাদের হয়তো আর পড়তে হবে না। দুটো ক্ষেত্রেই আমাদের অভ্যন্তরীণ উদ্যোগ গ্রহণ অতি প্রয়োজনীয় বলে মনে করি। মালয়েশিয়ার এই অভিজ্ঞতা আমাদের আবার মনে করিয়ে দিল এই অভিবাসন প্রক্রিয়া শুধু ওই দেশের জন্য গুরুত্বপূর্ণ না, আমার দেশের জন্যও গুরুত্বপূর্ণ। আমাদের উদ্যোগ এবং সক্রিয়তা এ সমস্যা থেকে আমাদের রক্ষা করতে পারে।  তিনি বলেন, মালয়েশিয়া সরকারের অভ্যন্তরীণ অবস্থানের কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়েছে। নিশ্চিতভাবেই এ শ্রমবাজার বন্ধ হওয়াটা আমাদের জন্য ভালো খবর নয়। এ বাজার আমাদের অন্যতম বড় শ্রমশক্তি, চাকরি ও রেমিট্যান্সের বাজার। এখনকার প্রেক্ষাপটে এই বাজার বন্ধ হয়ে যাওয়ায় আমরা এক ধরনের ধাক্কা খেয়েছি। বিশেষ করে আমাদের অর্থনীতিকে চালু রাখার জন্য যখন আমাদের রেমিট্যান্সের খুব প্রয়োজন তখন এই মালয়েশিয়ার বাজার বন্ধ হওয়াটা আমাদের জন্য ইতিবাচক নয়।  হুমায়ুন কবির বলেন, মধ্যস্বত্বভোগীদের ছাড়া কীভাবে সাধারণ মানুষ এই শ্রমবাজারে যাওয়া-আসা করতে পারে তা নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে। এটা শুধু মালয়েশিয়া নয়, এখানে দুর্নীতি বা কোনো প্রতিবন্ধকতা যদি থাকে তাহলে আন্তর্জাতিক শ্রমবাজার এর প্রতিক্রিয়া পড়ার আশঙ্কা থাকে। যদি এর সঙ্গে কোনো কারণে দুর্নীতি জড়িত থাকে সেটি আমাদের জাতীয় ভাবমূর্তির জন্য কোনো ভালো লক্ষণ নয়।

সর্বশেষ খবর