রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

করণীয় সরকারকেই ঠিক করতে হবে

--- আলী হায়দার চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

করণীয় সরকারকেই ঠিক করতে হবে

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাধারণ সম্পাদক আলী হায়দার চৌধুরী বলেছেন, মালয়েশিয়ার শ্রম বাজার শুধু বাংলাদেশের জন্য বন্ধ হয়নি, সব দেশের জন্যই বন্ধ হয়েছে। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে না পারার বিষয়ে করণীয় সরকারকেই ঠিক করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। আলী হায়দার চৌধুরী বলেন, এই সংকট কীভাবে নিরসন করা যায় তা নিয়ে সরকারকে চিন্তা করতে হবে। সরকার মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলাপ-আলোচনা করবে কি না? এসব বিষয় নিয়ে নেগোশিয়েটসহ সকল আলোচনা করে মন্ত্রণালয়। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের পাঠাতে মন্ত্রণালয় চেষ্টা করেছিল। মালয়েশিয়ান হাইকমিশনের সঙ্গে মিটিং করেছে, চিঠি দিয়েছে। মালয়েশিয়া এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি।

তিনি আরও বলেন, যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেনি মন্ত্রণালয় এখন তাদের নিয়ে ব্যস্ত। তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত চলছে। মন্ত্রণালয় এখন এসব কাজ নিয়ে ব্যস্ত। আমরাও তদন্ত কমিটি গঠন করেছি।

সর্বশেষ খবর