রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

প্রয়োজন দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক

--- রুহুল আমিন স্বপন

নিজস্ব প্রতিবেদক

প্রয়োজন দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক

বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন বলেছেন, মালয়েশিয়ায় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত যত কর্মী প্রয়োজন তা ইতোমধ্যে নেওয়া হয়েছে। এ জন্যই তারা কর্মী নেওয়া বন্ধ করেছে। ১৩ দেশের জন্য যেভাবে শ্রমবাজার স্থগিত হয়েছে একইভাবে বাংলাদেশের শ্রমবাজারও স্থগিত হয়েছে। এখন আমাদের প্রয়োজন মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের ‘জয়েন্ট ওয়ার্কিং কমিটির’ বৈঠক করে, কবে থেকে তারা এদেশ থেকে জনবল নেওয়ার চিন্তা করছে সে বিষয়ে আলোচনা করা। অন্য দেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার যখন উন্মুক্ত হবে তখন যেন বাংলাদেশের জন্যও উন্মুক্ত হয় সেটি সরকারকে নিশ্চিত করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। রুহুল আমিন স্বপন বলেন, অন্য দেশের জন্য শ্রমবাজার বন্ধ হলেও অন্য দেশগুলোতে এর জন্য কোনো নেতিবাচক আলোচনা বা একে অপরকে দোষারোপ করা হয়নি। কিন্তু এদেশে এগুলো প্রতিনিয়তই হচ্ছে। এতে ভবিষ্যৎ শ্রমবাজারে প্রভাব পড়ার শঙ্কা থেকে যায়। তিনি বলেন, এখন বাংলাদেশের প্রয়োজন তিনটি কাজ করা। এক. বাজার খোলার জন্য মনোযোগ দেওয়া। দুই. বাংলাদেশের যারা যেতে পারেননি, তাদের জন্য অনুরোধ করা। তিন. মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের ‘জয়েন্ট ওয়ার্কিং কমিটি’ বৈঠক ডেকে অ্যাপ্রুভাল সিস্টেমের যে ত্রুটির জন্য বাংলাদেশ থেকে কর্মীদের কিছু অংশ মালয়েশিয়া গিয়ে খারাপ ছিল তাদের সমস্যা সমাধান করা। ভবিষ্যতে যেন তা আর না হয় এটা নিশ্চিত করা। তিনি বলেন, বাংলাদেশ থেকে জনবল পাঠানোর ক্ষেত্রে একটি যুগোপযোগী ডেটাবেজ তৈরি করা দরকার। সবাই এই ডেটাবেজ থেকে লোকবল নেবে এবং সরকার এই সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করবে। কর্মীরা যেন কম এবং নির্দিষ্ট খরচে মালয়েশিয়া যেতে পারে সেটিও নিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর