শিরোনাম
রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা
জাল টাকায় সর্বনাশ

১ হাজার টাকার বান্ডেল ২০ হাজারে!

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কদমতলীর দনিয়া এলাকায় অভিযান চালিয়ে জাল টাকার কারখানা থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও ভারতীয় রুপি উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। এ সময় ২০০, ৫০০ ও ১ হাজার টাকার জাল নোটসহ ভারতীয় ৫০০ রুপির জাল নোট জব্দ করা হয়। আটক করা হয় জাল টাকার তৈরির হোতা লিয়াকত হোসেন জাকিরকে। জানা যায়, এসব জাল নোটের মধ্যে ১ হাজার টাকার ১০০টি নোটের বান্ডেল বিক্রি হতো ১৮ থেকে ২০ হাজার টাকায়।  গতকাল সকালে চালানো এ অভিযান বিষয়ে ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, অভিযানে দুটি বাসা থেকে প্রায় সোয়া ১ কোটি টাকা ছাপানো জাল টাকা এবং আরও প্রায় ৩ কোটি জাল টাকা তৈরির মতো বিশেষ কাপড়/কাগজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিশেষ ধরনের কালি, ল্যাপটপ, চারটি প্রিন্টার, বিভিন্ন সাইজের কয়েক ডজন স্ক্রিন/ডাইস, সাদা কাগজ, হিটার মেশিন, নিরাপত্তা সুতাসহ জাল টাকা তৈরির হরেক রকম মালামাল উদ্ধার করা হয়।  ডিসি মশিউর আরও জানান, ২৫ বছর ধরে জাল টাকার খুচরা ও পাইকারি কারবার করার পাশাপাশি বিভিন্ন মানের জাল টাকা ও জাল রুপি তৈরিতে দক্ষ লিয়াকত হোসেন জাকির। তিনি ১ হাজার টাকার ১০০টি নোটের বান্ডেল ১৮ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করতেন। ২০১২ সাল থেকে ৫০০ ও ১ হাজার টাকার জাল নোট তৈরি করলেও বর্তমানে বড় নোটের পাশাপাশি ১০০ ও ২০০ টাকার জাল নোটও তৈরি করতেন।

সর্বশেষ খবর