সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা
মূলধনি মুনাফায় কর

শেয়ারবাজারে বড় দরপতন

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারের ব্যক্তি বিনিয়োগকারীদের ওপর গেইন ট্যাক্স (মূলধনি মুনাফা) আরোপ করা হয়েছে। এ কর আরোপের খবরে দুই শেয়ারবাজারে সূচকে ব্যাপক পতন হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৮৭ শতাংশ প্রতিষ্ঠানেরই দাম কমেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩৮ মাস আগের অবস্থানে ফিরে  গেছে। বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ঘোষিত বাজেটে  শেয়ারবাজারের মূলধনি আয়ের ওপর নতুন করে করারোপের প্রস্তাব করা হয়েছে। শেয়ারবাজারে ব্যক্তিশ্রেণির কোনো বিনিয়োগকারী ৫০ লাখ টাকার বেশি মূলধনি মুনাফা হলে তার ওপর কর দিতে হবে। বাজেট ঘোষণার পর প্রথমদিনে শেয়ারবাজারে লেনদেন শুরু হয় সূচকের সামান্য উত্থান দিয়ে। কয়েক মিনিটের মধ্যে সেই উত্থান দরপতনে রূপ নেয়। এরপর বেলা যত বেড়েছে, পতন আরও তীব্র হয়েছে। শেষ পর্যন্ত ডিএসইএক্স সূচকটি ৬৬ পয়েন্ট কমে ৫ হাজার ১৭১ পয়েন্টে নেমে আসে। লেনদেনের শেষ দিকে দরপতনের মাত্রা বেড়ে যায়। এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম কমেছে ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ারের। দাম বেড়েছে মাত্র ৩৩টি প্রতিষ্ঠানের। আর ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনভর বাজারে লেনদেন হয়েছে ৩৫৭ কোটি ৯০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৪২ কোটি ৬০ লাখ টাকা।  সে হিসাবে লেনদেন কমেছে ১৮৪ কোটি ৭০ লাখ টাকা। টাকার পরিমাণে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির ১৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের ১৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১০৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫১টির এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে।  লেনদেন হয়েছে ১০৭ কোটি ৮২ লাখ টাকা।

সর্বশেষ খবর