মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা
রোহিঙ্গা ক্যাম্প

গুলি ও কুপিয়ে তিন খুন

কক্সবাজার প্রতিনিধি

গুলি ও কুপিয়ে তিন খুন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপ আরসা এবং আরএসওর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ক্যাম্পের তিন রোহিঙ্গাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে আরসার সন্ত্রাসীরা। হামলায় আহত হয়েছেন আরও সাত রোহিঙ্গা। এদিকে ওই ক্যাম্প থেকে র‌্যাব মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির শীর্ষ পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে শহিদুল ইসলাম প্রকাশ মৌলভী অলি আকিজও রয়েছেন। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিহতের ঘটনা সম্পর্কে জানা গেছে, গতকাল সকালে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে সংঘটিত এবং নাশকতার চেষ্টা করছে আরসা সন্ত্রাসীরা। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হয়ে গতকাল সকালে ক্যাম্প-৪ এক্সটেনশনে হামলা চালায় আরসা সন্ত্রাসীরা। এ সময় অন্য একটি প্রতিদ্বন্দ্বী গ্রুপ আরএসও আরসার মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়। পরে আরসার সন্ত্রাসীরা গুলি করে এবং কুপিয়ে তিন রোহিঙ্গাকে হত্যা করে। এ সময় গুরুতর আহত হয় সাতজন। নিহত রোহিঙ্গারা হলেন- ক্যাম্প-৪ এক্সটেনশনের মো. ইলিয়াস, মো. ইসহাক         ও ক্যাম্প-৩ ই-৬৪ এলাকার বাসিন্দা ফিরোজ খান। এদিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির শীর্ষ পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। যেখানে অন্যতম শীর্ষ সন্ত্রাসী মো. শহিদুল ইসলাম প্রকাশ মৌলভী অলি আকিজও রয়েছেন। তার বিরুদ্ধে বহুল আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ, সেভেন মার্ডার ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ এবং হত্যা, অস্ত্র, অপহরণসহ ২১টির অধিক মামলা রয়েছে। দুপুরে র‌্যাব-১৫ এর কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি জানিয়েছেন, রবিবার দিবাগত মধ্যরাতে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি পরিত্যক্ত ঘরে এই অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতাররা হলেন- উখিয়ার ৫ নম্বর ক্যাম্পের মৃত আবুল বাশারের ছেলে মো. শহিদুল ইসলাম প্রকাশ মৌলভী অলি আকিজ (৫০), ৬ নম্বর ক্যাম্পের মৌলভী আনোয়ারের ছেলে মো. ফয়সাল প্রকাশ মাস্টার ফয়সাল (২৮), ২০ নম্বর ক্যাম্পের মৃত মৌলভী রহমত উল্লাহর ছেলে হাফেজ ফয়জুর রহমান (২৪), ৮ নম্বর ক্যাম্পের মৃত করিম উল্লাহর ছেলে মো. সালাম প্রকাশ মাস্টার সালাম (২০), ২২ নম্বর ক্যাম্পের আনু মিয়ার ছেলে মো. জুবায়ের (২৪)। অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় তৈরি এলজি, ১টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড কার্তুজ, ২ কেজি বিস্ফোরক দ্রব্য, তিনটি মোবাইল ফোন এবং নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫ এর অধিনায়ক সাজ্জাদ হোসেন জানিয়েছেন, গোয়েন্দা তথ্য ছিল আরসার শীর্ষ সন্ত্রাসী দীর্ঘ সময় ধরে মিয়ানমারে পালিয়ে আত্মগোপনে থাকলেও গত ১৯ মে রোহিঙ্গা ক্যাম্পে ফিরেছে। আরসার শীর্ষ কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার জুনুনি এবং সেকেন্ড-ইন-কমান্ড ওস্তাদ খালেদের নির্দেশনাক্রমে ক্যাম্পে আধিপত্য বিস্তারের নতুন পরিকল্পনা নিয়ে অপতৎপরতা চালাচ্ছে। এর প্রেক্ষিতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল তৎপরতা বৃদ্ধি করে। রবিবার রাতে মৌলভী আকিজসহ ৮/১০ জন আরসা সদস্য ৪ নম্বর ক্যাম্পের একটি পরিত্যক্ত ঘরে গোপন বৈঠকের তথ্য নিশ্চিত হয়ে এই অভিযান চালানো হয়।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর