মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ০০:০০ টা

আজিজ আহমেদের দুই ভাইয়ের জালিয়াতি খতিয়ে দেখতে চিঠি

নিজস্ব প্রতিবেদক

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট জালিয়াতির ঘটনা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সংস্থায় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় সংস্থার কার্যালয়ে দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০, ২০২১’ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য দেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফ মিথ্যা তথ্য দিয়ে ই-পাসপোর্ট নিয়েছেন। এটা আজিজের দোষ তো নয়। এটা তার ভাই ও পাসপোর্ট ডিপার্টমেন্টের লোকদের দোষ। দ্বিতীয় হলো তারা জাতীয় পরিচয়পত্র নিয়েছেন। এটার সত্যতা যাচাইয়ের জন্য দুই সংস্থা নির্বাচন কমিশন ও পাসপোর্ট অধিদফতরে চিঠি দিয়েছি। এদিকে রবিবার আজিজ আহমেদের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র জালিয়াতি নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ইসির য্গ্মু-সচিব (চলতি) মো. মঈন উদ্দীন খানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ইসি সূত্র।

সর্বশেষ খবর