বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ০০:০০ টা
বিজিবির মাইকিং

সীমান্তে গুলি চালাতে পারে বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সীমান্তে গুলি চালাতে পারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)- এই বার্তা দিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়েকটি সীমান্ত এলাকায় মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাইকিংয়ে অসামরিক লোকজনকে সীমান্ত এলাকায় না যেতে সতর্ক করা হয়েছে। গতকাল দুপুরে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনীপুর বিওপি, গহেশপুর বিওপি, ধোপাখালী বিওপি, রাজাপুর বিওপি ও উথলী বিশেষ ক্যাম্পের পক্ষ থেকে এ জাতীয় মাইকিং করা হয়। মাইকিংকালে বলা হয়, ‘বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি অসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে। বাংলাদেশি জনসাধারণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।’ বিজিবি সূত্র জানায়, সোমবার রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিপরীতে ভারত অভ্যন্তরে এক বিএসএফ সদস্যকে কুপিয়ে জখম করেছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় গতকাল দুপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ৫৮ বিজিবির পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। এ ঘটনার পর থেকেই মাইকিং শুরু করে বিজিবি সদস্যরা। মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশি দুষ্কৃতকারীরা বিএসএফ সদস্যকে কুপিয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। পরে পতাকা বৈঠকে বিএসএফ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়। বাংলাদেশের পক্ষ থেকে সম্ভাব্য আসামির পরিচয় উপস্থাপন করলে বিএসএফ তাকে ভারতের নাগরিক বলে মেনে নেয়। মাইকিংয়ের বিষয়ে তিনি বলেন, মাইকিংয়ের বিষয়টি বিজিবির রুটিন কার্যক্রমের অংশ।

সর্বশেষ খবর