শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা

তিনজনের মৃত্যু পাহাড় ধসে

রাঙামাটি প্রতিনিধি

বাংলাদেশের রাঙামাটি ও ভারতের মিজোরাম সীমান্তে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- সঞ্জীব চাকমা, শান্ত চাকমা ও বরুণ বিকাশ চাকমা। গতকাল ভোররাত সাড়ে ৪টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন ও মিজোরাম সীমান্তের কান্তালং এলাকায় অর্থাৎ (নো মেন্স ল্যান্ড) এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা সবাই মিজোরামের নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে রাঙামাটির প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন ও উত্তর-পূর্ব ভারতের মিজোরাম সীমান্তের কান্তালং এলাকায় অর্থাৎ (নো মেন্স ল্যান্ড) এলাকায় টানা বৃষ্টিতে পাহাড় ধসে একটি পরিবারের ঘরের ওপর পড়ে। এ সময় ওই ঘরে ঘুমিয়ে ছিল মিজোরামের নাগরিক সঞ্জীব চাকমা, শান্ত চাকমা ও বরুণ বিকাশ চাকমা। মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। সকালে খবর পেয়ে ওই এলাকার আশপাশের বাসিন্দারা তাদের উদ্ধার করে। খবরটি রাঙামাটির প্রশাসন জানতে পারলে ঘটনাস্থলে গিয়ে দেখে তারা মিজোরামের নাগরিক। বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, পাহাড় ধসের ঘটনাটি বাংলাদেশের রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন ও উত্তর-পূর্ব ভারতের মিজোরাম সীমান্তের কান্তালং এলাকায়  অর্থাৎ (নো মেন্স ল্যান্ড) এলাকায় হয়েছে। অর্থাৎ দুই সীমান্ত থেকে ৫ কিলোমিটার দূরে এ ঘটনা। ওই এলাকায় কিছু মিজোরামের নাগরিক বসবাস করে। আমরা এটি প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাই মৃতদেহ তাদের আত্মীয়স্বজনরা নিয়ে গেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর