শিরোনাম
শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় সাড়ে চার মাসের ব্যবধানে আবারও ব্যাংকের টাকা চুরির ঘটনা ঘটেছে। শহরের মাটিডালি আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতের কোনো এক সময় ব্যাংকের উপশাখায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এর আগে ২৬ জানুয়ারি সদর উপজেলার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে ৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছিল।

আইএফআইসি ব্যাংক মাটিডালী শাখার ম্যানেজার ফাহমিদা ফিরোজ জানান, গত বুধবার ব্যাংকিং কার্যক্রম শেষ করে তারা সিন্দুকে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা রেখে যান। গতকাল সকালে ব্যাংকে এসে সিন্দুক ভাঙা দেখে চুরির বিষয়টি নজরে আসে। এরপর ঘটনাটি বগুড়া সদর থানায় জানানো হয়। তবে চুরির বিষয়ে ব্যাংকের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

জানা যায়, বুধবার রাতের কোনো এক সময় চোরের দল ছাদের সিঁড়ি বেয়ে ঘরের তালা ভেঙে ভবনে প্রবেশ করে। এরপর দরজার তালা ভেঙে ব্যাংকের ভিতরে যায়। ব্যাংকে রাখা সিন্দুক ভেঙে টাকা নিয়ে আবারও সিঁড়ি ঘর দিয়ে পালিয়ে যায়। এ ব্যাংকে ম্যানেজারসহ চারজন কর্মরত আছেন। এদিন ব্যাংকের সিন্দুকে টাকা রেখে চলে যান কর্মকর্তারা। গতকাল সকালে এসে দেখেন সিন্দুক ভেঙে টাকা নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে মাটিডালী এলাকায় দ্বিতল ভবনের ওপর তলায় এ শাখা থাকলেও রাতে কোনো নৈশপ্রহরী ছিল না। এ ছাড়া এ ভবনের ছাদে অনায়াসে যাতায়াত করা যায়। কোনো অযাচিত ব্যক্তি প্রবেশ করলে অ্যালার্ম বেজে ওঠার কথা ছিল। যা এ ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক জানতে পারত সেটিও হয়নি। এ ঘটনায় ব্যাংকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, ব্যাংকটিতে কোনো নিরাপত্তা প্রহরী ছিল না। বিকালে ব্যাংক কর্মকর্তারা তাদের কার্যক্রম শেষ করে চলে যান। গতকাল সকালে এসে তারা ব্যাংকের সিন্দুকটি ভাঙা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরির হিসাব নিশ্চিত হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

সর্বশেষ খবর