শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা
পাকিস্তানের বিদায়

সুপার এইটে যুক্তরাষ্ট্র আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক

সুপার এইটে যুক্তরাষ্ট্র আফগানিস্তান

আইসিসি টি-২০ বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেই সুপার এইট নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। গতকাল ফ্লোরিডার সেন্ট্রাল ব্রাওয়ার্ড পার্কে লড়াইয়ে নামার কথা ছিল যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডের। বৃষ্টিতে ভেসে গেছে সেই ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুই দল। এতেই কপাল পুড়েছে পাকিস্তানের। এক ম্যাচ থাকতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে বাবর আজমদের। অন্যদিকে প্রথমবার টি-২০ বিশ্বকাপ খেলতে এসেই সুপার এইট নিশ্চিত করে চমক দেখাল যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে হারিয়ে দেয় যুক্তরাষ্ট্র। এরপর পাকিস্তানের বিপক্ষেও দুর্দান্ত এক জয় পায়। ভারতের কাছে হারলেও সুপার এইটের পথে বেশ এগিয়ে ছিল দলটা। গতকাল এক পয়েন্ট পাওয়ায় মোট ৫ পয়েন্ট নিয়ে এ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ আটে চলে গেল স্বাগতিকরা। সুপার এইটে যুক্তরাষ্ট্র খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে। অপর দলটি হতে পারে ইংল্যান্ড অথবা স্কটল্যান্ড। গতকাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পাকিস্তানের সব সুযোগ শেষ হয়ে যায়। তারা দুই পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। শেষ ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে আনুষ্ঠানিকতার ম্যাচ খেলবে পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে প্রথমবারের মতো গ্রুপ পর্ব খেলেই বিদায় নিল দলটা। বেশির ভাগ সময়ই সেমিফাইনাল খেলা দলটা এবার গ্রুপ পর্বই পাড়ি দিতে পারল না। গতকাল আইসিসি টি-২০ বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করেছে আফগানিস্তানও। ইতিহাসে প্রথমবারের মতো সুপার এইটে নাম লেখাল আফগানিস্তান। গতকাল সকালে ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি স্টেডিয়ামে পাপুয়া নিউগিনিকে ৭ উইকেটে হারিয়েছে তারা। প্রথমে ব্যাটিংয়ে নেমে পাপুয়া নিউগিনি ১৯.৫ ওভারে ৯৫ রান করে অলআউট হয়। জবাবে ১৫.১ ওভারে ১০১ রান করে জয় তুলে নেয় আফগানরা। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ফজলহক ফারুকি। এই পেসারের দুরন্ত বোলিংয়েই ছুটছে আফগানরা। একের পর এক ম্যাচ জিতেই চলেছে তারা। সি গ্রুপে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে আফগানিস্তান। তিন ম্যাচের মধ্যে দুটিতেই ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ফজলহক ফারুকি। প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়েছেন উগান্ডার বিপক্ষে। এরপর চার উইকেট শিকার করেন নিউজিল্যান্ডের বিপক্ষে। গতকাল নিলেন ৩ উইকেট।

মাত্র ১৬ রান দিয়ে। তিন ম্যাচেই শিকার করেছেন ১২ উইকেট। টি-২০ বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ১৬ উইকেট শিকারের রেকর্ড আছে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার। তিনি ২০২১ সালে এই রেকর্ড গড়েন। এবার ফজলহক ফারুকি রেকর্ডটা অনেক দূর নিয়ে যেতে পারেন!


 

সর্বশেষ খবর