শিরোনাম
শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা
প্লাটিনাম জয়ন্তী

আওয়ামী লীগের জমকালো আয়োজনের প্রস্তুতি

রফিকুল ইসলাম রনি

উপমহাদেশের অন্যতম প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন। টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা দলটি জাঁকজমক আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে প্লাটিনাম (৭৫ বছর) জয়ন্তী উদ্যাপন করতে চায়। এ উপলক্ষে রাজধানীসহ জেলা-উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে তিন দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।

কর্মসূচি সফল করার লক্ষ্যে দলটির শীর্ষ পর্যায় থেকে জোরালো প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য দলটির শীর্ষ নেতারা ঢাকা মহানগরী আওয়ামী লীগ, দুই সিটি মেয়র, ঢাকার এমপিসহ সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। এসব বৈঠকে অনুষ্ঠান সফলভাবে উদ্যাপন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। দীর্ঘ এ পথচলাকে দেশবাসীকে আরও ভালোভাবে জানাতে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করা হবে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে বিভাগ, জেলা-উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি পালন করতে বলা হয়েছে। জাঁকজমক আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে প্লাটিনাম জয়ন্তী পালন করব।’ প্লাটিনাম জয়ন্তী উদ্যাপনে গৃহীত কর্মসূচি সফল করার লক্ষ্যে কয়েকদিন ধরে দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধারাবাহিক বৈঠক করেছেন। প্রথমে ঢাকা মহানগরী উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, পরে সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতা এবং ঢাকার সংসদ সদস্য ও দুই সিটি মেয়রের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। প্রতিটি বৈঠকেই ২৩ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করতে পদক্ষেপ নিতে সবার প্রতি আহ্বান জানানো হয়। দলীয় নেতারা বলছেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মরণকালের মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। দলীয় সূত্রে জানা গেছে, ২৩ জুন কেন্দ্রীয় কর্মসূচির মূল অনুষ্ঠান হবে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। দেশি-বিদেশি অতিথিদের অংশগ্রহণে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশে লক্ষাধিক নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে ২১ জুন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে। ২৩ জুন প্লাটিনাম জয়ন্তীর দিনে দলটির প্রতিষ্ঠার সাক্ষী রোজ গার্ডেনে একটি স্মৃতিফলক উন্মোচন করারও চিন্তা রয়েছে। ওই দিন রোজ গার্ডেন সাজবে নতুন সাজে। দলীয় সূত্র জানান, আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ১০ দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এগুলো হলো-১. সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজন; বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও পেশাজীবী নেতৃবৃন্দকে আমন্ত্রণ। ২. কেন্দ্রসহ সব সাংগঠনিক শাখায় বছরব্যাপী উপযোগী কর্মসূচি গ্রহণ; তৃণমূলের কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ। ৩. রাজধানী ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র‌্যালির আয়োজন, একই সঙ্গে সব দলীয় কার্যালয় ও স্থাপনায় আলোকসজ্জা, আনন্দ র‌্যালি, সভা-সমাবেশ, সেমিনার ও আলোচনা সভা আয়োজন। ৪. সারা দেশে এতিমখানা ও হাসপাতাল এবং কর্মজীবী, গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ। ৫. শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন। পুরস্কার হিসেবে ‘গ্রাফিক নোভেল : মুজিব’ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ প্রদান। ৬. ক্রোড়পত্র, বিশেষ স্মরণিকা ও গ্রন্থ প্রকাশ এবং পোস্টার, ব্যানার ও আলোকচিত্র প্রদর্শনী। বিশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে উপযোগী পোস্টার, ব্যানার ও ভিজুয়াল কনটেন্ট প্রচার। ৭. বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন। ৮. ডকুমেন্টারি, চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন উপযোগী কর্মসূচি গ্রহণ। ৯. দলের সর্বস্তরের প্রবীণ নেতাকে সম্মাননা প্রদান। এবং ১০. দলের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ‘সবুজ ধরিত্রী’ কর্মসূচি গ্রহণ। এ লক্ষ্যে দেশের সর্বত্র জেলা/মহানগর, থানা/উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ। সারা দেশে সড়ক-মহাসড়কের দুই পাশে ও সড়ক বিভাজন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, বাড়ির আঙিনা, নদী, খালবিল ও জলাশয়ের দুই পাড়ে বৃক্ষরোপণ। একইভাবে মহানগরসহ সব শহরে ছাদে ও বেলকনিতে উপযোগী পরিবেশ সৃষ্টির মাধ্যমে বৃক্ষরোপণে নাগরিক সমাজকে পরিবেশ সম্পর্কে উদ্বুদ্ধকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দলের প্লাটিনাম জয়ন্তী উদ্যাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে আওয়ামী লীগের সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্য, আন্দোলন-সংগ্রাম ও ভূমিকা তুলে ধরা হবে।’

সর্বশেষ খবর