শিরোনাম
শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

রিমালে ক্ষতিগ্রস্ত ১২৭৪ শিক্ষাপ্রতিষ্ঠান

ক্ষতি সাড়ে ৩২ কোটি

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের প্রাথমিক ও মাধ্যমিকের ১ হাজার ২৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, শিক্ষা কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে কিছু পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, কিছু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থের হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩২ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেওয়া রিমালের ক্ষয়ক্ষতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, ঘূর্ণিঝড় রিমালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৬১৩ স্কুল, ৫৬ কলেজ- এ মোট ৬৬৯ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ৩১ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার টাকা। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন বরিশাল ও খুলনা বিভাগের ৬০৫টি প্রাইমারি স্কুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, পিটিআই, বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়, উপজেলা শিক্ষা অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে; যার আর্থিক পরিমাণ ৭৭ লাখ টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, রিমালে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পটুয়াখালী জেলা। এ জেলায় ২১৮ মাধ্যমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। এগুলো মেরামত বা সংস্কারে প্রায় ২০ কোটি টাকা প্রয়োজন। এ ছাড়া বরিশাল বিভাগে ২৫৬ ও খুলনা বিভাগে ৩৮৫ প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে মাউশি পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক সৈয়দ জাফর আলী বলেন, ‘রিমালে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এখন মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে শিক্ষা প্রকৌশল অধিদফতরের মাধ্যমে সংস্কারকাজ শুরু হবে।’

সর্বশেষ খবর