শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

যুক্তরাষ্ট্র ও কানাডায় ঈদ কাল

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্র ও কানাডায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামীকাল রবিবার ১৬ জুন। সবগুলো মসজিদ থেকে ঈদ জামাতের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সারা

আমেরিকায় ৩ হাজারের অধিক মসজিদের ব্যবস্থাপনায় ৩ সহস্রাধিক জামাত হবে। কমিউনিটি সূত্রে জানা গেছে, লক্ষাধিক প্রবাসী পশু কোরবানি করবেন ঈদের দিন। নিউইয়র্কে সবচেয়ে বড় ঈদ জামাত টমাস এডিসন হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত হবে। এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জ্যামাইকার আল আরাফাহ ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ৮৮-৪৯ ১৭৯ প্লেসে। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাহর উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে পাঁচটি। আল কুবা ইসলামিক সেন্টার অব জ্যামাইকার উদ্যোগে সাউথ জ্যামাইকার পিএস ৫০ স্কুলের মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। দারুস সালাম মসজিদের ভিতরে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে (১৪৮-১৬-৮৭ রোড, জ্যামাইকা)। ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ অ্যান্ড মুসলিম সেন্টারের উদ্যোগে পিএস ১২৭ এর মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জ্যামাইকার মসজিদ মিশনে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ওজোনপার্কের বড় জামাত অনুষ্ঠিত হবে আল আমান মসজিদে। জ্যাকসন হাইটসে আল নূর ইসলামিক সেন্টার, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদ, বাংলাবাজার জামে মসজিদ, ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টার, দারুল উলুমের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর