রবিবার, ১৬ জুন, ২০২৪ ০০:০০ টা

ঈদুল আজহা উপলক্ষে পুলিশের নিরাপত্তা পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ করতে নগরবাসীকে বেশকিছু পরামর্শ দিয়েছে পুলিশ। পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সচেতনতামূলক এসব পরামর্শ দেওয়া হয়।

কোরবানির পশু পরিবহন ও পশুর হাটের নিরাপত্তা- ফিটনেসবিহীন গাড়িতে কোরবানির পশু পরিবহন করবেন না। অনলাইনে কোরবানির পশু কেনায় সতর্ক থাকুন। কোরবানির পশুবাহী পরিবহন/নৌযানের সামনে পশুর গন্তব্যস্থান/পশুর হাটের নাম লিখে ব্যানার টানিয়ে রাখুন। ট্রাক, লঞ্চ বা ট্রলারে অতিরিক্ত পশু পরিবহন করবেন না। কোরবানির পশু চুরি/ডাকাতি রোধে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে নৈশকালীন প্রহরার ব্যবস্থা রাখুন। ব্যাংকের মাধ্যমে অর্থ লেনদেন করুন। বড় আর্থিক লেনদেন বা অর্থ বহনের ক্ষেত্রে পুলিশের সহায়তা নিন। কোনো নোট জাল সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান। কাউকে অজ্ঞান পার্টি, প্রতারক চক্র, চাঁদাবাজ বা অতিরিক্ত হাসিল আদায়কারী সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে কাছের থানায় খবর দিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর