শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক বিএনপির, ক্ষতি হচ্ছে দেশের : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করে বিএনপি বাংলাদেশের ক্ষতি করেছে। আমরা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক ও সম্মানজনক পারস্পরিক কূটনীতি চাই। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আমরা ব্যাপক হারে পার্টনারশিপ করছি বাংলাদেশের জাতীয় স্বার্থেই। জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারও সঙ্গে সম্পর্ক করব না আমরা। গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল            কাদের বলেন, জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার আমলে ভারতের সঙ্গে সম্পর্ক বৈরী ছিল। তাঁরা পারস্পরিক সম্পর্কে সংশয় ও অবিশ্বাসের দেয়াল সৃষ্টি করেছিলেন। খালেদা জিয়া ভারতের সঙ্গে বৈরিতা করে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানিচুক্তির কথা বলতেই ভুলে গিয়েছিলেন! আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মিয়ানমার ছাড়া আমাদের তিন দিক ভারত দ্বারা বেষ্টিত। ভারতের সঙ্গে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই। সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলে আলোচনার টেবিলে সমস্যার সম্মানজনক সমাধান সম্ভব। পৃথিবীর কোথাও কখনো শান্তিপূর্ণভাবে ছিটমহল সমস্যার সমাধান হয়নি কিন্তু আমাদের দেশে তা শান্তিপূর্ণভাবে হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগের ফলে ভারতের পার্লামেন্টে সর্বসম্মতভাবে দীর্ঘদিনের সীমান্ত সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, ফরিদুন্নাহার লাইলী, শামসুন নাহার, বিপ্লব বড়ুয়া, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর