শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

অতিরিক্ত ফি বন্ধে মাঠে জনপ্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাঘা সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নেতাদের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি করতে আসা মানুষদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। আর এর প্রতিবাদে মাঠে নেমেছেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজসহ স্থানীয়রা। গতকাল বেলা ১১টার দিকে বাঘা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছেন তারা।

মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, জমি রেজিস্ট্রি করতে গেলে সরকার নির্ধারিত ফি-র চেয়ে ৫ থেকে ৭ গুণ বেশি টাকা আদায় করা হয়। টাকা না দিলে কোনো জমি রেজিস্ট্রি করা হয় না। বাঘা দলিল লেখকদের নির্বাচিত কোনো কমিটি নেই। এলাকার এক প্রভাবশালী ব্যক্তি যে দলিল লেখকের নামে সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে এসএমএস পাঠায়, তাকে কমিটির নেতা নির্ধারণ করা হয়। মানববন্ধন থেকে দ্রুত এই এসএমএস কমিটি বিলুপ্তির দাবি জানানো হয়।

সর্বশেষ খবর